Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ৩৫ বর্গা চাষির সবজি ক্ষেত ধ্বংস

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দৌলতপুর ইউনিয়নের জানিপুর গ্রামের ৩৫টি পরিবারের বিস্তীর্ণ সবজি ক্ষেত ধ্বংস করার অভিযোগ পাওয়া গেছে। বর্গা চাষী ৩৫ পরিবারের পক্ষে অভিযোগকারী মতিয়ার রহমান জানান, গত ১৪ই জানুয়ারি রাতে ফয়জুর রহমানের ছেলেরা দলবলসহ তাদের বর্গাকৃত ৬ একর জমির বিস্তীর্ণ সবজি ক্ষেত সমূলে ধ্বংস করেছে।
বর্গা চাষী পরিবারগুলো বলেন, তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে, রসুন, পিঁয়াজ, ফুলকপি, সরিষা, বেগুন, কলা, ভুট্টা  ও আলুসহ বিভিন্ন ফসলের চাষ করেছেন। তাদের সোনালি স্বপ্নের ক্ষেতের ফসল সমূলে ধ্বংস করায় ঋণের বোঝা মাথায় নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার মিলছে না। বর্গা চাষী জানিপুর গ্রামের সামসুদ্দিন (৫৫), মোয়াজ্জেম (৪৫), মশি (৩৮), নাজরু (৪৫) এর সাথে কথা বললে তারা জানান, বিরামপুর উপজেলার  তফিল উদ্দিন ম-লের জানিপুর মৌজার ৩নং খতিয়ানের ১৫৩,১৪৪,১৪৫,১৭৪,১৭৫,১৯০,১৯১ দাগের ৬ একর ও তাদের পরিবারের অন্যান্য অংশীদারের মিলে প্রায় ১৫ একর জমি তারা ১৩ বছর যাবত বর্গা চাষ করে আসছে। কিন্তু হঠাৎ করেই ফয়জুর রহমান নামে ১৯৬৭ সালের দলিল দেখিয়ে, গজিমুদ্দিনসহ ৪ ছেলে উক্ত খতিয়ানের জমি দখলের চেষ্টায় বারবার বর্গাচাষীদের আবাদকৃত ফসলের মাঠ নিষিদ্ধ স্প্রে দিয়ে পুড়ে ফেলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির সরিষা ক্ষেত, আলু, ফুলকপি, রসুন, পিঁয়াজ, ভুট্টার গাছগুলোতে পোড়া দাগ, কোথা আবার উপড়ে ফেলে রাখা।
এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এটিএম হামিম আশরাফ জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে মাঠ পরিদর্শনে গিয়ে দেখা যায়, রসুন, পিঁয়াজ, ফুলকপি, সরিষা, বেগুন, ভুট্টা ও আলুর গাছগুলো মরা কোথাও আবার উপড়ে ফেলা। তিনি আরও বলেন যারাই এ কাজ করুক না কেন এটি নিঃসন্দেহে অন্যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ