Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে কক্সবাজারে সাইকেল র‌্যালি

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারে ‘সাইকেল র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’- এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালিটি গতকাল বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক উপ-সড়ক ঘুরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি- ব্র্যাক-এর আয়োজনে র‌্যালিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের গায়ে বর্ণাঢ্য টি-শার্ট ও উত্তরীয় ছিল, যা দর্শকদের আকর্ষণ করে। শহর মাতিয়ে তুলে র‌্যালিটি।
এর আগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালির শুভ উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
এ সময় তিনি বলেছেন, নারীরা হচ্ছে প্রেরণার উৎস, সমাজ পরিবর্তনের কারিগর। তাদের সর্বক্ষেত্রে সহায়তা করতে হবে। যে কোনো নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে।
নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‌্যালির সফলতা কামনা করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি অজিত নন্দী।
এই কর্মসূচি যৌন হয়রানির বিরুদ্ধে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, গণমাধ্যম সম্পাদক, সাংবাদিকদের সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলে র‌্যালিতে উপস্থিত বক্তারা মন্তব্য করেন। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ