Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামি ধরতে গিয়ে পিটুনিতে আহত ৮ পুলিশ সদস্য

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : সোনাগাজীতে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আসামি ধরতে গিয়ে পিটুনিতে আট পুলিশ সদস্যসহ দশজন আহত হয়েছে। জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার সময় উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের উত্তর চরছান্দিয়া গ্রামের চট্টগ্রাম সমাজের মাঝি বাড়িতে পুলিশ মামলার সন্ধিগ্ধ আসামি গ্রেফতার করতে মডেল থানার ওসি (তদন্ত) মামুন রহমানের নেতৃত্বে পুলিশের চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির লোকজনকে পুলিশ পরিচয় দেয়ার পরও তারা ডাকাত ডাকাত চিৎকার করে পুলিশের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলা ও পিটুনিতে মডেল থানার এএসআই দেলোয়ার হোসেন, এএসআই সালাউদ্দিন, এএসআই আরিফ হোসেন ও কনস্টেবল আবুল হাসেমসহ আট পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ কনস্টেবল আবুল হাসেম কে চিকিৎসার জন্য প্রথমে সোনাগাজী হাসপাতাল ও পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। পুলিশের উপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে সত্তর বছরের বৃদ্ধ ফকির আহাম্মদ ও তার ছেলে জাহিদ (২৫)কে গ্রেফতার করা হয়। তবে স্থানীয়রা জানায়, পুলিশ যে বাড়িতে অভিযান চালিয়েছে সেই বাড়িতে কোনো মামলার আসামি ছিল না। সাম্প্রতিক  এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনায় এমনিতে ডাকাত আতংক বিরাজ করছে। পুলিশের একজন চিহ্নিত সোর্সের সাথে ওই বাড়ির জাহিদ প্রকাশ মিলিটারি জাহিদের দীর্ঘ বিরোধের জেরে সোর্সের ভুল তথ্যে প্রভাবিত হয়ে পুলিশ জাহিদকে গ্রেফতার করতে গেলে ডাকাত ভেবে অনভিপ্রেত হামলার ঘটনা ঘটে। পুলিশের বেধড়ক পিটুনিতে আহত  রাজিয়া বেগম (৬৫) বলেন, পুলিশ গভীর রাতে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। আমার স্বামী ডাকাত ভেবে দরজা খুলতে দেরি করায় পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে এলোপাতাড়ি পিটাতে থাকে। ঘরের লোকজনের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আমার স্বামী ও ছেলেকে নিয়ে যায়। সূত্র জানায়, গ্রেফতারকৃত পিতা-পুত্রের বিরুদ্ধে ইতিপূর্বে এলাকায় ও থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। এ ব্যাপারে এলাকায় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ