Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউ ছাড়তে হলে পার্লামেন্টের অনুমোদন লাগবে-ব্রিটেনের সুপ্রিম কোর্ট

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার প্রক্রিয়া শুরু করার আগে ব্রিটিশ সরকারকে অবশ্যই পার্লামেন্টের অনুমোদন নিতে হবে বলে রায় দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। গত বছর ২৩ জুন এক গণভোটে ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। এরপর ব্রিটিশ সরকারের বক্তব্য ছিল যে, ইইউ ত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে সরকারকে প্রদত্ত রাজকীয় ক্ষমতাই যথেষ্ট। এ জন্য পার্লামেন্টের অনুমোদন নেয়ার দরকার নেই। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এক মামলা করা হলে বিচারপতিরা এ রায় দিলেন।
১১ জন বিচারপতির মধ্যে আট জনই মত নিয়েছেন যে, ইইউ ত্যাগের ফলে ব্রিটেনের আইনে পরিবর্তন ঘটবে, তাই এ ব্যাপারে পার্লামেন্টের অনুমোদন অবশ্যই নিতে হবে। ইইউ ত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার অর্থ হচ্ছে লিসবন চুক্তির ৫০ ধারা সক্রিয় করা। অর্থাৎ ব্রিটেন ইউনিয়ন ত্যাগ করতে যাচ্ছে, এ কথা ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো। গণভোটের পর সরকারের করণীয় ছিল এটাই।
প্রধানমন্ত্রী তেরেসা মে’র কার্যালয় রায়ের পর বলেছে, তারা মার্চের শেষে এ প্রক্রিয়া শুরু করতে চান এবং এ ব্যাপারে এমপিদের ভোটের ব্যবস্থা করে শিগগিরই একটি আইন করা হবে।
তবে ইইউ ত্যাগের পক্ষে ভোটাররা গণভোটে যে রায় দিয়েছেন, তা এমপিরা উল্টে দেবেন এমনটি মনে করা হচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবশ্য সর্বসম্মতভাবে রায় দিয়েছেন যে, ব্রিটিশ সরকারকে এ জন্য যুক্তরাজ্যের অন্যান্য রাজ্য অর্থাৎ স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সাথে পরামর্শ করার দরকার নেই। সুপ্রিম কোর্টে এই আইনি চ্যালেঞ্জ করেছিলেন জিনা মিলার নামে এক নারী ব্যবসায়ী। তার করা মামলার প্রথম রায়েও একই রুলিং হয়েছিল এবং তারপর সরকার এর বিরুদ্ধে আপিল করলে সুপ্রিম কোর্টের পূর্ণ বেঞ্চে এর শুনানি হয়। দ্বিতীয় রায়েও আগের রায়ই বহাল থাকল এবং সরকারের করা আপিল হেরে গেল। জিনা মিলার রায়ের পর বলেছেন, এতে প্রতিভাত হয়েছে যে, পার্লামেন্টই সার্বভৌম। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ