Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক চিকিৎসক এবং খিলক্ষেত্রে ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় মারা গেছেন এক মা এবং তার কোলের সন্তান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর ট্রাক্টর চালক মাইদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে নিহতের স্বামী।
গতকাল সকাল সারে ১০টার দিকে রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে ইফতেখার কাশেম (৫৩) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। ঢাকা রেলওয়ে থানার এসআই রাশেদ রানা জানান, মহাখালী আমতলী এলাকায় ডাউন লাইনে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া টঙ্গীগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। নিহত ডা. ইফতেখার কাশেম রাজধানীর গুলশান-১ নম্বরের পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট নামের বেসরকারি একটি সংস্থায় কর্মরত ছিলেন। তার বাবার নাম মৃত ডা. আবুল কাশেম। তিনি মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ের চার নম্বর সড়কের ২৬০ নম্বর বাড়িতে থাকতেন।
অপর ঘটনায় রাজধানীর খিলক্ষেত এলাকায় ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় মারা গেছেন এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে। ক্যান্টনমেন্ট জোনের পুলিশের সহকারী কমিশনার জিয়াউল করিম জানান, গতকাল (মঙ্গলবার) বেলা  সাড়ে ১২টার দিকে বরুরা সিকদার বাড়ি টেম্পো স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। সালমা আক্তার (২৫) নামের ওই নারী মেয়ে মাইশাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় পেছন থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের পাশেই তাদের বাসা। সালমার স্বামী মকবুল হোসেন মুদি দোকানদার। ঘটনার পর ট্রাক্টর চালক মাইদুলকে গ্রেপ্তার করা হয়েছে আর সালমার স্বামী থানায় মামলা করেছেন বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ