পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : প্রেসিডেন্টের কাছে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম নিয়ে যে রং তামাশা হচ্ছে সে বিষয়ে প্রেসিডেন্টকেই অবস্থান পরিষ্কার করতে হবে। গতকাল ৬৯’র গণঅভূত্থান স্মরণে এক সভায় জাতীয় গণতান্ত্রির পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, প্রেসিডেন্টের সাথে সংলাপকালে বিএনপি সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম দিয়েছে। জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদেরের বক্তব্য সর্বৈব মিথ্যা। দুই দলের দ্বিতীয় ব্যক্তিদের মধ্যে কয়েকদিন ধরে বাগযুদ্ধ চলছে। তবে এখনো বঙ্গভবন থেকে গণমাধ্যমে কোনো বক্তব্য আসেনি।
প্রধান বলেন, গণতন্ত্রকে বুটের তলায় পিশে ফেলে দেশবাসীকে উন্নয়নের মহাসড়ক দেখিয়ে ফায়দা হবে না। প্রেসিডেন্ট আইয়ূব খানও একই খেলা খেলেছিলেন কিন্তু কোন কাজ হয়নি। ৬৯’র ২৪ জানুয়ারি ঐতিহাসিক গণঅভূত্থানে জনরোষে আইয়ূব খান গদি ছাড়তেও বাধ্য হয়।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রবীণ নেতারা ভোলার কথা নয় ৬৯ ও ৭৫’র পট পরিবর্তনের সময় দেশে এর চেয়েও শীতল নীরবতা বিরাজ করছিল। নীরবতা ঝড়ের পূর্বাভাস। সুতরাং সাধু সাবধান।
জাগপার সহযোগী সংগঠন জাগপা ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় নেতা অধ্যাপিকা রেহানা প্রধান, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, জাগপা সম্পাদক রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।