Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

৪৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস
আশুগঞ্জ উপজেলা সংবাদদাতা : যান্ত্রিক ত্রুটির কারণে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ১৫টি ইউনিটের মধ্যে বৃহৎ ২টি ইউনিটসহ  ৪টি ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকাল ৪.২০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত এক ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে এই ৪টি ইউনিট বন্ধ হয়। এতে করে জাতীয় গ্রিডে ৪৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্র জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে হঠাৎ একটি বিকট শব্দ হয়ে প্রথমে ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-২ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে পর্যায়ক্রমে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৫, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট বন্ধ হয়। ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে ৪৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। বর্তমানে এই বিদ্যুৎকেন্দ্রের ৫টি কুইক রেন্টাল ইউনিটসহ  চালুকৃত ১১টি ইউনিটে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বন্ধ ইউনিটগুলো দ্রুত চালুর চেষ্টা করছেন স্থানীয় প্রকৌশলীরা।
এ ব্যাপারে আশুগঞ্জ বিদুুৎকেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো: ইয়াকুব আলী ৪টি ইউনিট বন্ধ হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, বন্ধ ইউনিটগুলো দ্রুত চালু করার জন্য কাজ করছেন স্থানীয় প্রকৌশলীরা। আশা করছি রাতের মধ্যে ইউনিটগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরে আসবে। তবে কি কারণে ৪টি ইউনিট বন্ধ হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ