Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টার মধ্যে পোশাক শ্রমিক ধর্ষণকারীদের গ্রেফতারের নির্দেশ

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর তুরাগ তীরে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসেঙ্গ ওই পোশাক শ্রমিককে খুঁজে বের করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এর কাছে তার জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে প্রচারিত রেডিও ধ্বনির একটি প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এম এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান। আদেশের সময় আদালতে তিনি উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ২ ফেব্রুয়ারি ঢাকার এসপি ও আশুলিয়া থানার ওসিকে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ