Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে সার্কের বিদায়ী মহাসচিবের সাক্ষাৎ

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদাদাতা : সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপা গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সাক্ষাতে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে সার্ককে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অঞ্চলের জনগণের সমস্যাগুলো একই ধরন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকলের ঐক্যবন্ধ প্রচেষ্টায় এসব সমস্যার সমাধান সম্ভব।
প্রধানমন্ত্রী আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে বিবিআইএন চুক্তির বিষয়েও প্রধানমন্ত্রী এসময় কথা বলেন। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান অর্জুন বাহাদুর থাপা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে থাপা বলেন, তার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হয়েছে।
সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ