Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ডোনাল্ড ট্রাম্পের টাইয়ে ‘টেপ’

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত ডিসেম্বরে তখন ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট, তখনও একবার ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে ডোনাল্ড ট্রাম্পের টাইয়ে টেপ। অতঃপর হাসি-ঠাট্টা। কিন্তু তাতে কি আসে যায়। এসবে থোড়াই পাত্তা ট্রাম্পের।
এবার খোদ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন ট্রাম্প তার টাইয়ের পেছনের দিকটা আবারও আটকে নিয়েছেন টেপ দিয়ে। বেয়াড়া বাতাসে সে টাই যখন বারবার উড়েছে, ততবারই ক্যামেরায় ধরা পড়েছে সেই টেপ।
বিলিয়নিয়ার এই ব্যবসায়ী এখন হোয়াইট হাউজে তার অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে। মজার ব্যাপার হচ্ছেÑ সেদিন ট্রাম্পের টাইয়ে এই টেপ দেখার পর তা নিয়ে ফের হাসি-ঠাট্টা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর কেবল তাই নয়, এই মাধ্যমের বিচরণকারীরা আরেকটি বিষয়ও লক্ষ্য করেছেন। তাদের মতে, ওই দিন ট্রাম্পের টাইটি ছিল বেঢপ লম্বা।
কেউ বলছেন, বড়ই বেয়াড়া বাতাস। উড়িয়ে না দিলে কি দেখা যেতো! কেউ বলছেন, টাইটা আরেকটু লম্বা হলে বেশ হতো, তাতে ঢাকা পড়তো অনেক কিছু। সূত্র: ওয়েব সাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডোনাল্ড ট্রাম্প

২৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ