পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অভিনন্দন মমতার : সপা’র সঙ্গে জোটের কারিগর প্রিয়ঙ্কাই, বলছেন কংগ্রেস নেতারা
ইনকিলাব ডেস্ক : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা করল সমাজবাদী পার্টি (সপা) ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। গত রোববার সাংবাদিক সম্মেলনে সপা ও কংগ্রেসের তরফে যৌথ বিবৃতি মারফত জানিয়ে দেয়া হয়েছে, বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা নিয়েও দুই শরিকের মধ্যে রফা চূড়ান্ত হয়েছে। উত্তরপ্রদেশের সপা প্রধান নরেশ উত্তম জানিয়েছেন, ২৯৮টি আসনে প্রার্থী দেবে সমাজবাদী পার্টি এবং ১০৫টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর জানান, এই জোট এক উদাহরণ সৃষ্টি করল। তার দাবি, রাজ্যের উন্নয়নের জন্য এবার যৌথ প্রচেষ্টায় নামবে দুই দল।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে দুই শরিকের মধ্যে প্রাথমিক মতান্তর দেখা দিলেও দিনের শুরুতে তাতে ইতি টানেন দুই দলের নেতারা। নিজেদের ১২১ আসনের দাবি ছেড়ে জোটের স্বার্থে শেষ পর্যন্ত ১০৫টিতে রাজি হয় কংগ্রেস। এদিনই আবার সপা’র তরফে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন দলের সভাপতি অখিলেশ যাদব। এদিকে রোববার লখনৌয়ে দুই দলের বৈঠকের পরে যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণার পরে টুইটারে জোটকে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘উত্তরপ্রদেশের জোটকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে সুশানের স্বার্থে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে জোটকে তৃণমূল সমর্থন জানাচ্ছে’।
ওদিকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি (সপা)-র সঙ্গে কংগ্রেসের জোট গঠনের আলোচনা আসন সংখ্যা নিয়ে টানাপোড়েনের জেরে এক সময় প্রায় ভেঙে যেতে বসেছিল। শেষপর্যন্ত সমঝোতা চূড়ান্ত হয় যে, সপা ২৯৮ আসনে এবং কংগ্রেস ১০৫ আসনে প্রার্থী দেবে। আর এই সমঝোতা চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। আর এই ঘটনায় প্রিয়ঙ্কার পুরোদস্তুর রাজনীতিতে আসার সম্ভাবনা ফের জোরালো হলো।
বিভিন্ন প্রথম সারির কংগ্রেস নেতারাই অখিলেশ যাদবের দলের সঙ্গে কংগ্রেসের জোট গঠনের ক্ষেত্রে সোনিয়ার ভূমিকার কথা স্বীকার করেছেন। কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম নবি আজাদ এবং উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত আমমেদ প্যাটেলও সপার সঙ্গে জোট চূড়ান্ত রূপদানের ক্ষেত্রে প্রিয়ঙ্কার ভূমিকার কথা স্বীকার করেছেন।
এমনও শোনা গেছে, সপা’র সঙ্গে জোট আলোচনায় কংগ্রেস প্রশান্ত কিশোরের মতো ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল। এ ধরনের কম গুরুত্বপূর্ণ নেতাকে আলোচনায় এগিয়ে দেয়াটাও জোট আলোচনায় জটিলতা তৈরি করেছিল। যদিও কংগ্রেস কম গুরুত্বপূর্ণ কাউকে এগিয়ে দেয়ার কথা অস্বীকার করে বলেছে, এক্ষেত্রে প্রিয়ঙ্কা গান্ধীই আলোচনা চালিয়ে গিয়েছেন।
দলনেত্রী সোনিয়ার রাজনৈতিক উপদেষ্টা আদমেদ প্যাটেল বলেছেন, কংগ্রেস ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে সর্বোচ্চ পর্যায়েই আলোচনা হয়েছিল।
কংগ্রেস সূত্রের খবর, উত্তরপ্রদেশের ভোটে রাজ্যজুড়ে রাহুল গান্ধীর সঙ্গে প্রচার চালাবেন প্রিয়ঙ্কা। এছাড়াও তিনি পৃথকভাবে প্রচার করবেন। অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবের সঙ্গেও প্রচার করতে পারেন প্রিয়ঙ্কা।
কংগ্রেস দলের শীর্ষস্তরে প্রিয়ঙ্কার ভূমিকা নিয়ে স্বীকারোক্তি তার রাজনীতিতে সরাসরি চলে আসার সম্ভাবনার ক্ষেত্রে যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। সূত্র : এবিপি আনন্দ ও টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।