পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাঙামাটি জেলা সংবাদদাতা : চাঁদার দাবিতে পণ্যভর্তি দু’টি ট্রাক পুড়িয়ে দিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা। সোমবার ভোরে সংঘটিত এই ঘটনার জেরে দিনভর অবরুদ্ধ ছিল রাঙামাটি শহরের মানুষ।
নানিয়ারচরে ট্রাকে আগুন দেয়ার খবর রাঙামাটি শহরে আসার সাথে সাথে সকল ধরনের পাবলিক পরিবহন বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এ সময় রাঙামাটি শহরের বিভিন্ন প্রান্তে আটকে পড়ে হাজারো মানুষ। শ্রমিকরা অবরোধ চলাকালে রাস্তায় ব্যারিকেড দিলেও প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে ব্যারিকেড তুলে নেয়া হয়। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা ৬টা থেকে যান চলাচল শুরু হয়। শহরের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহালছড়ি হাটবার ঘিরে সোমবার ভোরে রাঙামাটি শহর থেকে পণ্য বোঝাই করে দু’টি ট্রাক মহালছড়ি বাজারে যাচ্ছিল। ভোর ৫টার দিকে নানিয়ারচর উপজেলার ১৮ মাইল এলাকায় কাঁঠালতলীতে পৌঁছলে একদল অস্ত্রধারী উপজাতীয় যুবক তাদের পথরোধ করে। চালক গাড়ি থামালে তাদের কাছে চাঁদা পরিশোধের টোকেন দেখতে চাওয়া হয়। চালকের কাছে এসময় কোনো টোকেন ছিল না। টোকেন দেখাতে না পারায় ওই যুবকেরা গাড়ি দুটির চালক, হেলপার ও ব্যবসায়ীদের ট্রাক থেকে নামিয়ে মারধর করে তাড়িয়ে দিয়ে ট্রাক নং চট্টমেট্রো ট-১১০৭৪১ এবং (চট্টমেট্রো ট- ১১২০৬৬) আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত পাঁচজন আহত হয় বলে পরিবহন শ্রমিকরা দাবি করেছে, তবে এর মধ্যে নাম পাওয়া গেছে তিনজনের। এরা হলো প্রকাশ আচার্য, কামাল হোসেন ও মুন্সী মিয়া। আগুন দিয়ে চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে।
ট্রাকে আগুন দেয়ার খবর পেয়ে মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল হুমায়ুন কবীরের নেতৃত্বে সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে। পরে মহালছড়ি থানা থেকে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিষয়টি রাঙামাটি ফায়ার স্টেশনকে জানালে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ট্রাক দু’টি সম্পূর্ণ পুড়ে যায়।
জেলা প্রশাসক মানজারুল মান্নান এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, আইন-শৃঙ্খলা একটি চলমান প্রক্রিয়া এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হবে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ট্রাক দু’টির মালিকের জন্য আমরা ক্ষতিপূরণের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছি।
ঘটনার প্রতিবাদে মহালছড়ি বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগণ রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করছে বলে খবর পাওয়া গেছে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।