পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে বিদ্রোহীদের আস্তানা উৎখাতে সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের এক ব্যাপক অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত: ৪১ জঙ্গি নিহত ও অপর ২৫ জন আহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল এ কথা বলা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় জাতীয় প্রতিরক্ষাও নিরাপত্তা বাহিনী জনগণের জানমাল রক্ষায় কয়েকটি যৌথ অভিযান পরিচালনা করেছে। যৌথ বাহিনী দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহীদের পরাজিত করছে। অভিযানে অন্তত: ৪১ বিদ্যোহী নিহত ও অপর ২৫জন আহত হয়েছে।’ বিবৃতিতে বলা হয়, কাপিসা, উরুজগান, কান্দাহার, কুন্দুজ ও হেলমান্দ প্রদেশে অভিযানকালে যৌথবাহিনী বেশ কিছু হালকা ও ভারী গোলাবারুদ উদ্ধার ও জব্দ করেছে।
এ দিকে গতকাল সকালে উত্তর জোন পুলিশের মুখপাত্র মাহফুজুল্লাহ আকবরি বার্তসংস্থা সিনহুয়াকে জানান, শনিবার রাতে কুন্দুজ প্রদেশের দাশ্ত-ই-আর্চি জেলার একটি গ্রামে আত্মঘাতী ভেস্ট াবনানের সময় দুর্ঘটনা বশত বিস্ফোরণে চার বিদ্রোহী মারা গেছে। হয়েছে। সূত্র : সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।