পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোর্ট রিপোর্টার : সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস মো: ওমর ফারুক তালুকদারকে দুর্নীতির দায়ে ৫ বছরের কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি ১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরো ২ বছর ৬ মাস কারাদ- দেয়া হয়েছে। গতকাল ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো: আতাউর রহমান এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম সাংবাদিকদের জানান, রায় ঘোষণার আগে জামিনে থাকা আসামি ওমর ফারুক আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামলার রায়ে জেল-জরিমানাসহ রাজধানীর মোহাম্মদপুরে আসামি ওমর ফারুকের একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। আসামি ফারুকের আইনজীবী পুর্ণেন্দু দেবনাথ বলেন, বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেয়া হয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এছাড়া বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং কমান্ড্যান্ট এনামুল হকও ওই গাড়িতে থাকার বিষয় খবরে বলা হয়।
এরপর দুদকের অনুসন্ধানে ওমর ফারুকের নামে ঘোষিত আয়ের বাইরে এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকা থাকার তথ্য বেরিয়ে আসে। ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক রাশেদুর রেজা। মামলা হওয়ার তিন মাস পর ওই বছর ২৭ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন ওমর ফারুক তালুকদার। তার আগে এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
অভিযোগপত্রে বলা হয়, ফারুক তার হিসাব বিবরণীতে ৫০ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর এবং ১ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদের কথা বলেছেন। কিন্তু সেখানে ২ লাখ ৪৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে। এছাড়া তার নামে ১ কোটি ৩ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে, যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।