Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার আশাহত হলে জনগণ অপেক্ষা করবে না - ড. মোশাররফ

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সার্চ কমিটি গঠন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। জনগণও প্রত্যাশা করে মহামান্য প্রেসিডেন্ট সংলাপের ফলাফল, রাজনৈতিক দল ও জনগণের মতামতের যে ব্যারোমিটার তা উপলব্ধি করে একটি শক্তিশালী নিরপেক্ষ স্বাধীন সার্চকমিটি গঠন করবেন। এবার আশাহত হলে জনগণ অপেক্ষা করবে না।  
গতকাল সকালে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। ড. মোশাররফ বলেন, সার্চকমিটি যদি বর্তমান সরকারের পরামর্শে গঠন করা হয় তাহলে সেই  কমিটি হবে রকীব মার্কা আরেকটি নির্বাচন কমিশন। যেটা হবে আওয়ামী লীগের আজ্ঞাবহ।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্চকমিটি গঠন হবে। যদি না হয়, এবার যদি জনগণ আশাহত হয়, তাহলে কিন্তু জনগণ অপেক্ষা করবে না। আমাদের দেশে একটা কথা আছে, বার বার ঘুঘু এসে ধান খেয়ে যেতে পারে না। বার বার মনে করবেন। মনে রাখবেন, জনগণের সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকবেন সেটা হবে না।
সংগঠনের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আলোচনা সভায় মহিলা নেত্রী নুরী আরা সাফা, সম্পাদক সুলতানা আহমেদ, নুরজাহান ইয়াসমীন, পেয়ারা মোস্তফা, রাজিয়া আলীম, রোকেয়া চৌধুরী বেবী প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ