Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বাইপাস মোড়ের নামকরণ হচ্ছে শাকিলের নামে

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের নামে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাইপাস মোড় গোলচত্বরের নামকরণ করা হচ্ছে। সেখানে শাকিলের একটি ভাস্কর্য নির্মাণ করা হবে। ইতোমধ্যে ময়মনসিংহ সফরকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগকে (সওজ)। ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি জেলা সমন্বয় সভায় এ সংক্রান্ত প্রস্তাব দিতে মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন। সেখানে পাস হলেই পরবর্তী দুই থেকে তিনমাসের মধ্যে প্রয়োজনীয় সব কাজ শেষ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ