পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৫ হাজার ছাত্রছাত্রী গতকাল (শনিবার) পৌর শহরের নাজিমভূইয়া ঈদগাহ মাঠে একসাথে বসে একঘণ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ পড়লেন। বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহম্মদ। পরে ১১টা ২০ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা একটানা একঘণ্টা বই পড়েন। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা খোলা মাঠে জড়ো হতে থাকেন। প্রচ- রোদ উপেক্ষা করে কয়েক ঘণ্টা শিক্ষার্থীরা মাঠে ছিল। এদিকে পুলিশের পাশাপাশি ২শ’ স্কাউটস্ মাঠের শৃখলার দায়িত্বে ছিলেন। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি প্রমুখ। বক্তরা বলেন, দেশে অনেক দিবস রয়েছে কিন্তু বইপড়ার কোন দিবস নেই। আমরা বাজিতপুর থেকে দাবি করছি বছরের যে কোন একটি দিন বই পড়া দিবস হিসেবে ঘোষণা করা হোক। প্রধান অতিথি বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানাবেন বলে আশ্বাস দেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাজিতপুরে এই প্রথম এই ধরনের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।