Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশে সরকারের জন্য নয় বিরোধী দলের ব্যর্থতায় জনগণ নির্যাতিত হচ্ছে-কাদের সিদ্দিকী

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, দেশে সরকারের জন্য নয়, বিরোধী দলের ব্যর্থতার জন্য জনগণ নির্যাতিত হচ্ছে। বিরোধী দল রুখে দাঁড়ালে সরকারের বারটা বেজে যেত। তিনি বলেন, সরকারি দলেও মহিলা, বিরোধী দলেও মহিলাÑ এদেশের সকল পুরুষ দুই নারীর আঁচল ধরে আছে। সকল পুরুষ মহিলা হয়ে গেছে। ফরিদপুর-বগুড়ার নেতৃত্বে থাকব না বলেই কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছি। আমার পেছনে একশত জন লোক থাকলেই সরকার উল্টাতে পারি, কিন্তু এতে লাভ হবে খালেদার। খালেদা যতদিন আছে হাসিনাও ততদিন আছে। যে দেশে দীর্ঘদিন নারী নেতৃত্বে থাকে সে দেশের পুরুষ আর পুরুষ থাকে না তারা কাপুরুষ হয়ে যায়। তাই এ মুহূর্তে দরকার পুরুষশাসিত সরকার। গতকাল শনিবার উপজেলার কালিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে ঘোনার চালা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আব্দুল করিম মাস্টারের সভাপতিত্বে উক্ত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, হাসমত আলী নেতা, আ: হালিম সরকার লাল, আতাউর রহমান, অধ্যাপক মীর জুলফিকার শামীম, দুলাল হোসেন মাস্টার, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর প্রমুখ।  কাদের সিদ্দিকী বলেন, এরশাদ বিশ্বব্যাংকের টাকা আত্মসাতের জন্য জনজানবের স্বাস্থ্যবিরোধী ইউক্লিপটাস গাছ এদেশে এনেছিল। তিনি বলেন, আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাতে মনে হচ্ছে তার সময়ই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। তিনি আরো বলেন, অন্যায়ের নিকট কখনো মাথানত করি নাই বলেই এমপি-মন্ত্রী হতে পারি নাই। এ সরকার ক্ষমতা থেকে চলে গেলে এমপি-মন্ত্রীরা রাস্তা-ঘাটে মার খাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ