Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষার বৈচিত্র্য রক্ষা করাটা গুরুত্বপূর্ণ -ইইউ

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া বিষয়ক কমিশনার টিবর নাভরাসিস বলেছেন, ভাষার বৈচিত্র্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। এটির ওপর ভিত্তি করে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারি। গতকাল রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একসাথে থাকতে হলে আমাদের পরষ্পরের সাথে কথা বলতে হবে, বুঝতে হবে। একে অপরের সংস্কৃতি, ধর্ম ও জীবনধারাকে গ্রহণ করতে হলে আমাদের পরস্পরের ভাষাকেও স্বীকৃতি দিতে হবে।
নাভরাসিস বলেন, ভাষা আমাদের অস্তিত্ব, ঐতিহ্য ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এ জন্যই যে কোনো ভাষাকে রক্ষা করাটা জরুরি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব জনগোষ্ঠির ভাষার বৈচিত্র্য, পরিচয় ও সংস্কৃতিকে উদযাপন করে। ইইউ এই দিবসকে পূর্ণ সমর্থন জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাষার বৈচিত্র্য রক্ষা করাটা গুরুত্বপূর্ণ -ইইউ
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ