পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাদিক মামুন, কুমিল্লা থেকে : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আমরা প্রযুক্তিগত উন্নতিতে বিশ্বাস করি। তাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে চলছি। ইতোপূর্বে আমরা ইভিএমের মাধ্যমে পরীক্ষামূলক দুই-তিনটি নির্বাচন করেছি। এর একটি দুর্বল দিক ছিল। ভোট চলাকালে বা গণনার সময় ইভিএম মেশিনে সমস্যা দেখা দিলে পরবর্তীতে এটি থেকে ভোটের সঠিক হিসাব বের করা যেতো না। যার জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে। অনেক ভোট বাতিল করতে হয়েছে। তাই ইভিএমের পরিবর্তে এখন আমরা আরও উন্নত প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছি। আর এ প্রযুক্তির নাম হচ্ছে ডিজিটাল ভোটিং মেশিন।
গতকাল (শুক্রবার) বিকেলে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত আঞ্চলিক সার্ভার স্টেশন উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা সর্বোত্তম একটি মেশিনের উদ্ভাবন করতে পেরেছি। বাংলাদেশের নামকরা বেশকিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষিতদের নিয়ে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। তারা দেখেশুনে এটি করে দিচ্ছেন, যাতে করে ওই মেশিনে কোনোরকম ক্রটি না থাকে। আমরা এ মেশিনের পক্ষে আমাদের মতামত দিয়েছি। এটির নাম হবে ডিজিটাল ভোটিং মেশিন। এটা করা সম্ভব হলে কেউ জাল ভোট দিতে পারবে না। কেননা ওই মেশিনে ভোট দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, চোখের কণিকা পরীক্ষা করেই ভোটারকে ভোট দেয়ার সুযোগ দেয়া হবে। ফলে একজনের ভোট আরেকজন দিতে গেলে সয়ংক্রিয়ভাবে ধরা পড়ে যাবে। আর ডিজিটাল ভোটিং মেশিন হ্যাক করার সুযোগ নেই। এ মেশিনটি এতোটাই শক্তিশালী যে এটি ভেঙেচুরে পানিতে ফেলে দিলেও এটির ভেতর ধারণ করা ভোটের সংখ্যা ‘শো’ করে দিতে পারবে। এটি অনেকটি বিমানের ব্ল্যাকবক্সের মতো তথ্য সংরক্ষণ করার ক্ষমতা রাখবে। আমরা আশাবাদী ভবিষ্যতে নির্বাচনে ভোটের পরিবেশ আরও সুন্দর ও উৎসবমুখর হয়ে উঠবে।
আমরা কেবল নির্বাচন করে দিচ্ছি তা নয়, আমরা জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত বিভিন্ন সেবা দিচ্ছি, সম্প্রতি আন্তর্জাতিকমানের স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু করেছি। কেবল তাই নয়, আমরা যে ডাটাবেজ সংরক্ষণ করছি এটি এতোটাই উন্নতমানের যে, ফিঙ্গারপ্রিন্ট এবং আনুষঙ্গিক তথ্য সত্যনির্ভর হওয়ায় কারো পক্ষে দ্বৈত ভোটার হওয়ার সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে আমরা ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি চোখের কণিকার ছবিও তুলে রাখছি, টেলিফিঙ্গার প্রিন্টও নিচ্ছি। যাতে ফিঙ্গারপ্রিন্ট সমস্যা করলে কোনো ব্যক্তিকে সনাক্ত করতে সমস্যা না হয়। অতীতে আমরা ভালোভাবে সনাক্ত করে দেয়ার ফলে অনেক দুষ্কৃতকারিকে সনাক্ত করা আইন-শৃংখলাবাহিনীর পক্ষে সহজ হয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল। বক্তব্য রাখেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবুর মোমেন। অনুষ্ঠানে কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, নোয়াখালী জেলার সিনিয়র নির্বাচন কর্মকতা মনির হোসেন, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন ও লহ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদসহ প্রশাসনিক ও কুমিল্লার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।