Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পাসপোর্ট প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:৩৮ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট, বিভিন্ন অফিসের কর্মকর্তার ৮৭টি ভুয়া সিল, ল্যাপটপ ও কাগজপত্রসহ দুই প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফাতরকৃতরা হলেন-রবিউল ইসলাম (২৮) ও আবু বকর (২৪)। গতকাল র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের আটক করে র‌্যাব-২ ব্যাটালিয়ন। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদও দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাদের আটক করা হয়। আগারগাঁও র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের একটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেট ভুয়া পাসপোর্ট সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। র‌্যাব তাদের কাছ থেকে পাসপোর্ট অফিসসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নামে তৈরি করা জাল সিল ও কাজপত্র উদ্ধার করেছে। রাজধানীর মোহাম্মদপুর থেকে সন্দেহভাজন হিসেবে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ