Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত খুনের দায় র‌্যাবের নয় ব্যক্তির -বেনজীর আহমেদ

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের দায় এই র‌্যাবের নয়, আর ওই মামলায় র‌্যাবের ২৫ সদস্যের সাজা হওয়ায় বাহিনীর ভাবমর্যাদাও ক্ষুণœ হয়নি। কেউ ব্যক্তিগত অন্যায় করলে তার দায় র‌্যাবের নয়।
তিনি গতকাল শুক্রবার জুমার নামাজের আগে র‌্যাব-১৩ রংপুর এর সদর দফতরে নিজ উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
যে কোনো মূল্যে র‌্যাবকে ক্লিন রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘উই উইল কিপ র‌্যাব ক্লিন’। যে কোনো মূল্যে আমরা র‌্যাবকে ক্লিন রাখব। এটাই এই বাহিনীর প্রত্যয় ও প্রতিজ্ঞা। আমাদের সমস্ত স্বার্থ, সমস্ত এনার্জি জনগণ ও রাষ্ট্রের জন্য বিনিয়োগ করতে চাইÑ সর্বোচ্চ দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সঙ্গে। যারা এর বাইরে থাকবে, তাদেরকে র‌্যাব কখনোই ওন করেনি, ভবিষ্যতেও করবে না।
র‌্যাব-১৩ অধিনায়ক এ টি এম আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মঞ্জুর এলাহী ও বশির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, জাকির হোসেন, রংপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এ বি এম জাহিদুল ইসলাম প্রমুখ।
র‌্যাব মহাপরিচালক বলেন, কেন উত্তরাঞ্চলে জঙ্গি তৈরি হয়েছিল, সেটা সামাজিকভাবে গবেষণা ও অনুসন্ধান করে দেখতে হবে। এ জন্য র‌্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে দেশের ১৪ জেলায় গবেষণা কার্যক্রম চালানোর উদ্যোগ নিয়েছে।
নারায়ণগঞ্জের সেভেন মার্ডারে র‌্যাবের সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, কিছু লোক ব্যক্তিগতভাবে অন্যায় কাজ করেছে, সেটা র‌্যাবের দায় নয়। এতে র‌্যাবের ভাবমর্যাদা বিনষ্ট হয়েছে মনে করা যথাযথ হবে না। এভাবে বলা হলেÑ গত ১৩ বছরে র‌্যাব বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যে ত্যাগ করেছে, যে দেশপ্রেম ও নিষ্ঠা প্রদর্শন করেছে, যেভাবে মানুষের ভালাবোসা পেয়েছে, সাধারণ মানুষ তাদের আস্থায় নিয়েছে, সেই বিষয়ের প্রতি অন্যায় করা হবে।
বেনজীর আহমেদ বলেন, মানুষ তো আর ফ্যাক্টরি থেকে অর্ডার করে বানিয়ে আনা যায় না। এখন যদি কেউ অন্যায়ের প্রলুব্ধ হয়, সেটা তার বিষয়, র‌্যাবের বিষয় নয়। গত ১৩ বছরে র‌্যাবের কেউ কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকলে সাথে সাথেই আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিÑ অনেক সদস্যকে জেলে পাঠিয়েছি, চাকরি থেকে বরখাস্ত করেছি, মাতৃবাহিনীতে ফেরত পাঠিয়েছি, লঘু শাস্তি দিয়েছি, বড় ধরনের শাস্তি দিয়েছি।
এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকা- প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, লিটন হত্যাকা-ের বিষয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশের পাাশাপাশি র‌্যাবে ফোর্সেসও এটি ছায়া তদন্ত করছে প্রকৃত খুনিদের খুঁজে বের করার জন্য।
দেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে হয়তো এটা দমন করা গেছে। ২০০৪ সালেও কিন্তু তাদের দমন করা হয়েছিল। ১০-১২ বছর পর আবারো তাদের উত্থান ঘটেছে। তারা শক্তি সঞ্চয় করেছে, পুনরায় সংগঠিত হয়েছে। এ ধরনের হামলার দুসাহস দেখিয়েছে। আমাদের দ্বায়িত্ব হবে, এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও সরকারের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা।



 

Show all comments
  • Ma Abdul Samad ২১ জানুয়ারি, ২০১৭, ১১:৫৯ এএম says : 0
    ঠিক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ