কর্মী ছাঁটাইয়ের চিন্তা রিচমন্টের
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
ইনকিলাব ডেস্ক ঃ ঘড়ির বাজারে দুঃসময় চলছে। এ অবস্থায় নিজেদের টিকিয়ে রাখতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিলাসপণ্য প্রস্তুতকারক রিচমন্ট। সুইজারল্যান্ডের একটি দৈনিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি যাচাই করতে পর্যালোচনা শুরু করেছে জেনেভাভিত্তিক রিচমন্ট। এর ধারাবাহিকতায় কোম্পানিটি তাদের সুইজারল্যান্ড শাখা থেকে ৩৫০ জন কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। রিচমন্টের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
লো তেম্পস নামের ওই সংবাদপত্রটির প্রতিবেদনটিতে আরো বলা হয়, ঘড়ির বাজারে সময় ভালো যাচ্ছে না। এর মধ্যে গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ হামলার পর ইউরোপের পর্যটন খাতে ব্যাপক প্রভাব ও সুইস ফ্রাঁর উর্ধ্বগতিতে ঘড়ির বাজারের পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে।
গত মাসে রিচমন্টের পক্ষ থেকে জানানো হয় অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আন্তর্জাতিক বাজারে তাদের বিক্রি কমেছে চার শতাংশ। ইউরোপজুড়ে বিলাসপণ্যের বিক্রি কমে যাওয়াকেই এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে শুধুমাত্র রিচমন্ট নয়, সুইস ঘড়ির গোটা বাজারই এখন সংকোচনের মধ্যে রয়েছে। সূত্র : এএফপি