Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘করসেবা’ নিয়ে বাণিজ্য মেলায় এনবিআর

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ব্যবসায়ী, করদাতা ও অংশীজনদের ‘করসেবা’ সম্পর্কে জানান দিতে প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘করসেবা নিতে ব্যবসায়ী ও করদাতারা এনবিআরে নয়, এনবিআর করসেবা নিয়ে ব্যবসায়ী-করদাতাদের কাছে যাবে’ এনবিআর চেয়ারম্যানের ঘোষণার এটা তার অন্যতম অংশ বলে জানা গেছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ভিআইপি গেইট সংলগ্ন এনবিআরের প্যাভেলিয়ন। উদ্বোধন করেছিলেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এসময় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সুলতান মো. ইকবালসহ এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেছেন, ব্যবসায়ীরা ব্যস্ত থাকেন। তাদের করসেবা নিতে এনবিআরের কাছে যেতে হবে না, এনবিআর কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছে চলে আসবেন। এ ধারণা থেকে বাণিজ্যমেলায় অংশ নেয়া। এ প্যাভেলিয়নে ডিজিটাল এনবিআরের চিত্র প্রস্ফুটিত হবে। এখানে ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস অনলাইন সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
ব্যবসায়ী ও জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই আয়োজন। বাণিজ্যমেলা ক্রেতা, দর্শনার্থী ও ব্যবসায়ীদের মিলনমেলা। এতে বিক্রির পাশাপাশি ভোক্তা আর ব্যবসায়ীদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হয়। এনবিআর উন্নয়নের অক্সিজেন রাজস্ব আহরণ করছে। ব্যবসায়ী আর করদাতারা সে অক্সিজেন সরবরাহ করছেন। এনবিআর ব্যবসায়ী ও করদাতাদের নির্বিঘেœ করসেবা দিতে প্রস্তুত।
 ২০১৭ সালের ০১ জুলাই থেকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বাস্তবায়ন করা হবে। নতুন এ আইন সম্পূর্ণ তথ্য-প্রযুক্তি নির্ভর ও অনলাইনভিত্তিক। এনবিআরের প্যাভেলিয়নে ভ্যাট অনলাইনের বিভিন্ন দিক সম্পর্কে ব্যবসায়ীরা সেবা পাবেন। ভ্যাট অনলাইন ও ভ্যাট আইনের বিশেষ দিক জানতে পারবেন লিফলেটের মাধ্যমে। এছাড়া ব্যবসায়ীরা অনলাইনে ভ্যাট নিবন্ধন, ভ্যাট দেয়া ও এ আইন সম্পর্কে বিভিন্ন পরামর্শ পাবেন। নতুন আইনে সাধারণ মানুষ কীভাবে ভ্যাট দেবেন তা জানতে পারবেন। পাশাপাশি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, আয়করের বিভিন্ন আইন ও পরামর্শ, রিটার্ন দাখিলের ক্ষেত্রে এনবিআরের পদক্ষেপ এবং কাস্টমস আইন ও এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবে।
এদিকে গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন মেগা প্যাভিলিয়নে ’সময় এখন বাংলাদেশের’ স্লোগানে শিক্ষার্থীদের জন্য ১৪ ইঞ্চি হাই-ডেফিনিশন ডিসপ্লের দুটি নতুন মডেলের ল্যাপটপ বাজারে আনলো দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। নতুন ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়। মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের পাশাপাশি সারাদেশে সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেড আউলটলেটে থেকে পাওয়া যাচ্ছে নতুন এই দুটি ল্যাপটপ। যার দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২২৯৯০ টাকা ও ২৩৯৯০ টাকা। সেই সাথে নতুন বছর ও বাণিজ্যমেলা উপলক্ষে দেশব্যাপী ক্রেতাদের ওয়ালটন ব্র্যান্ডের সকল মডেলের ল্যাপটপের সঙ্গে উপহারস্বরূপ দেয়া হচ্ছে একটি আকর্ষণীয় এন্ড্রয়েড স্মার্ট ফোন ও ব্যাকপ্যাক অথবা সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ মূল্য ছাড়। এতে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ আইসিটি ব্র্যান্ড ইনটেলের শক্তিশালী কোয়াড কোর প্রসেসর।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি এবং বিজয় বাংলা ফন্টের উদ্ভাবক মোস্তফা জব্বার, ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান (পলিসি, এইচআরএম এন্ড এডমিন), মো. হুমায়ুন কবীর (পিআর এন্ড মিডিয়া), এডিশনাল ডিরেক্টর মো. লিয়াকত আলী, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, উচ্চ ক্ষমতাসম্পন্ন ও মাল্টি টাস্কিং বৈশিষ্ট্যের নতুন এই ল্যাপটপ দেখতে সøীম এবং গতিও অনেক বেশি। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় দামও ২০-৩০ শতাংশ সাশ্রয়ী। অনুষ্ঠানে একই সঙ্গে ওয়ালটন ল্যাপটপের ওয়ারেন্টির সময় ১ বছর থেকে বাড়িয়ে ২ বছরে উন্নীত করার কথাও জানানো হয়। দেশব্যাপী ক্রেতারা সহজ শর্তে ১২ মাসের কিস্তিতে কিনতে পারবেন ওয়ালটন ল্যাপটপ।
সকল শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকরা এখন প্যাসন সিরিজের নতুন মডেলের ল্যাপটপটি কিনতে পারবেন ২৩,৯৯০ টাকায়। এতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ, ৪ জিবি ডিডিআর ৩ এল র‌্যাম। যা ল্যাপটপে প্রয়োজনীয় কাজ, ভিডিও ও মিউজিক চালানোর সময় অপারেটরকে দিবে উচ্চ গতির রোমাঞ্চকর অনুভূতি। আরো রয়েছে ডিভিডি মাল্টি এবং হাই-ডেফিনিশন অডিও। অপরদিকে, টেমারিন্ড সিরিজে যুক্ত নতুন মডেলের ল্যাপটপের দাম পড়বে ২২৯৯০ টাকা। এতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ, ৪ জিবি ডিডিআর ৩ এল র‌্যাম। এতেও রয়েছে হাই-ডেফিনিশন অডিও।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ