পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ঢাকার অদূরে সাভারে হাবপল্লী’র জমি ক্রয়ের নামে প্রায় ৯ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। রাজধানীর একটি হোটেলে হাবের একটি অংশের উদ্যোগে বুধবার রাতে হাব পল্লীর ৩শ’ ৩০ শতাংশ জমি ক্রয়ে দুর্নীতি ও কমিশন লুটপাটের প্রতিবাদে আয়োজিত সভায় নেতৃবৃন্দ এ অভিযোগ তোলেন। বিনিময় ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী আব্দুস সোবহান ভূইয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব, আটাব মহাসচিব আসলাম খান, বায়রার সিনিয়র সহ-সভাপতি ফিরোজ, হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর, হাবের জমি ক্রয় কমিটি’র সদস্য ও হাবের নেতা সৈয়দ গোলাম সরওয়ার, হাবের প্রতিষ্ঠাতা মাওলানা ইয়াকুব শরাফতি, সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট, প্যান ব্রাইট ট্রাভেলসের স্বত্বাধিকারী রুহুল আমিন মিন্টু, ব্রাইট ট্রাভেলসের স্বত্বাধিকারী ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম উজ্জল, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দারোগা, মাওলানা ফজলুর রহমান, মাওলানা যাকারিয়া।
সভায় নেতৃবৃন্দ বলেন, হাবের ইসি’র অনুমোদন ছাড়াই সাভারে তিন কোটির জমি ১২ কোটি টাকা দিয়ে অবৈধভাবে কিনে ৯ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এসব দুর্নীতি ও লুটপাটের জবাব আগামী হাব নির্বাচনে বুঝিয়ে দিতে হবে। হাবের জমি ক্রয় কমিটি’র সদস্য সৈয়দ গোলাম সরওয়ার বলেন, ক্রয় কমিটির কোনো সভাই আমি উপস্থিত ছিলাম না। হাবের জমি ক্রয়ের নামে চরম দুর্নীতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সভায় নেতৃবৃন্দ গত ১৬ জানুয়ারি গঠিত হাবের বিতর্কিত নির্বাচনী বোর্ড ও আপীল বোড বাতিলের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।