Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুইভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভেঙ্গে দুইভাগে বিভক্ত করেছে সরকার। বিভাগ দু’টি হলো, জননিরাপত্তা বিভাগ (Public Security Division) এবং সুরক্ষা সেবা বিভাগ ( Security Service Division)। দুইভাগে বিভক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩ সাব-রুল (র) এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনরায় গঠন করে ওই মন্ত্রণালয়ের অধীন দু’টি বিভাগ গঠন করেছেন। পুলিশ, বিজিবি, ইন্টারপোল, আনসার, কোস্টগার্ড, রাজনৈতিক ও আইন ইত্যাদি থাকবে জননিরাপত্তা বিভাগের অধীন। আর সুরক্ষা সেবা বিভাগের অধীন থাকবে পাসপোর্ট অধিদফতর, কারাগার, ফায়ার সার্ভিস, মাদক নিরাময়, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইত্যাদি। দুই বিভাগে দুইজন সচিব থাকবেন।
এর আগে, গত ৩০ নভেম্বর ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’ এবং ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’ নামে শিক্ষা মন্ত্রণালয়কে দুইভাগে বিভক্ত করা হয়। পরে দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কেও ভাগ করা হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ