পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : কুমিল্লা জেলার বাঙ্গরা থানার প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদন দিয়েছে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গতকাল বৃহস্পতিবার এফিডেভিড আকারে হাইকোর্টে দাখিল করা পুলিশের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় এজাহারে নাম থাকা পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ভুক্তভোগীর জবানবন্দিতে এসেছে ধর্ষণ নয়, এখানে শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। পুলিশের দাখিলকৃত প্রতিবেদনটি আগামী ২১ জানুয়ারি সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
কুমিল্লার বাঙ্গরা : ‘বোনকে ধর্ষণ ভাইকে কোপ থানায় সালিশ’ এমন শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে ঘটনায় অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের মতো আপোষ অযোগ্য অভিযোগ সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ কেন বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। গ্রেফতার বিষয়ে অগ্রগতি আগামী ১৯ জানুয়ারির মধ্যে জানাতে কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে জানাতে বলা হয়। সে অনুযায়ী এই পুলিশ প্রতিবেদনটি জমা দেয়া হয়। আদালত সেদিনই এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন।
এর আগে গত ৭ জানুয়ারি শিরোনামে দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান নজরে আনলে এই আদেশ দেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।