Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুরুঙ্গামারী থেকে পাট বোঝাই ট্রাক নিখোঁজ

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভুরুঙ্গামারী থেকে বগুড়া মোকামতলায় তিন শত মণ পাট নিয়ে ট্রাক নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও পাটসহ ট্রাক উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানাগেছে, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বিশিষ্ট পাট ব্যবসায়ী জহির উদ্দিন ব্যাপারী স্থানীয় মমিন ড্রাইভারের পরিচালনায় একতা সোনার বাংলা ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ট্রাক (ঢাকা মেট্রো-১৬-২৪৮১) ভাড়া নিয়ে বগুড়ার মোকামতলার পাইকার জুট মিলে ৩০০ মণ পাট পাঠায়। এদিকে ট্রাকটি পাট নিয়ে গন্তব্যস্থলে না পৌঁছি নিখোঁজ হয়। পরে উক্ত জহির উদ্দিন ব্যাপারী পরের দিন ট্রাকের খোঁজ না পেয়ে ভুরুঙ্গামারী থানায় জিডি করে যার নম্বর ৪৯০। থানায় জিডির পাঁচ দিন পেরিয়ে গেলেও পাট বোঝাই ট্রাকটি উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুরুঙ্গামারীর ধানপাট ব্যবসায়ীদের নেতা সেকেন্দার আলী ব্যাপারী জানান, এভাবে ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল পাঠিয়েও যদি তা রাস্তায় গায়েব হয়ে যায় তবে ব্যবসা হবে কেমনে? অনতিবিলম্বে নিখোঁজ পাট বোঝাই ট্রাক উদ্ধারসহ দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন পাট ব্যবসায়ীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ