পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নাটোর জেলা সংবাদদাতা : চিকিৎসক স্বল্পতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরে তিনটি বেসরকারি হাসপাতাল মালিককে ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ এর একটি দল এই অভিযান পরিচালনা করে। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের হরিশপুর এলাকায় আল-সান হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে চিকিৎসক সংকটসহ নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলামকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার এবং আধুনিক সদর হাসপাতাল চত্বর এলাকায় বিসমিল্লাহ ক্লিনিক মালিককে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মঞ্জুর আহমেদ উপস্থিত ছিলেন। এসময় প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ সহ যাবতীয় সমস্যা সমাধানে মালিকদের নির্দেশ দেওয়া হয়। অথবা পরবর্তীতে হাসপাতালগুলো সীলগালা করে দেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।