Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া কাপে হাতুরুসিংহের টার্গেট ট্রফি

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০১২ সালে হোমে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত, শ্রীলংকাকে হারিয়ে ফাইনালিস্ট বাংলাদেশ। ট্রফি’র খুব কাছে যেয়েও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ২ রানে হারের সেই কষ্ট এখনো ভুলতে পারেনি মাশরাফিরা। ২০১৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপটা বড্ড দুর্বিষহ কাটিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে হারের লজ্জা পেতে হয়েছে ওই আসরে। তবে ২০১৫ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে অন্য এক বাংলাদেশ দলের আবির্ভাবে দারুণ কিছুর স্বপ্ন দেখছেন কোচ হাতুরুসিংহে। টি-২০ ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেনি তার শিষ্যরা। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ২-০তে এগিয়ে থেকেও হাতুরুসিংহের পরীক্ষা-নিরীক্ষায় শেষ পর্যন্ত ২-২এ ড্র’ হয়েছে সিরিজটি। তারপরও গতকাল একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে টি-২০’র তিন বিশ্ব চ্যাম্পিয়ন দল ভারত, পাকিস্তান, শ্রীলংকাকে টপকে ট্রফি জয়ের অলীক স্বপ্নের কথা জানিয়েছে তিনিÑ ‘আমার টার্গেট এশিয়া কাপের ট্রফি। আমরা এই আসরে শুধু অংশগ্রহণের কথাই ভাবছি না, কিছু একটা করে দেখাতে চাই।’
ওয়ানডে ফরমেটের ক্রিকেটে বাংলাদেশের বিস্ময়কর উত্থানে আফগানিস্তান কোচ পাকিস্তানি লিজেন্ডারি ইনজামাম উল হক এবং সংযুক্ত আরব আমিরাতের পাকিস্তানি কোচ আকিব জাভেদ বাংলাদেশকে টি-২০ ফরমেটের ক্রিকেটেও বিস্ময়কর উত্থানের সম্ভাবনা দেখছেন। ঘরের মাঠে এশিয়া কাপ টি-২০ বলেই বাংলাদেশকে রেখেছেন এই দুই পাকিস্তানি সাবেক ফেভারিটের তালিকায়। তবে এশিয়া কাপ ক্রিকেটকে ঘিরে অলৌকিক কিছু’র স্বপ্ন দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফিÑ ‘আমরা কখনোই কোনো কিছু প্রমাণ করার জন্য ক্রিকেট খেলি না। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা থাকবে। সেটার দিকেই আমাদের চোখ থাকে। আমাদের আত্মবিশ্বাস খুব ভালো আছে। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি; আমাদের পরিকল্পনাগুলো আমরা যদি মাঠে বাস্তবায়ন করতে পারি তাহলে ভালো কিছু হবে।’
খুলনা ও চট্টগ্রামে দুই ধাপের অনুশীলনটা মাঠে প্রয়োগের কথা ভাবছেন মাশরাফিÑ ‘এই তিন দিনে নতুন কোন কিছুই পরিকল্পনা অবশ্যই নেই। এই ক’দিনে খেলোয়াড়রা নতুন কিছু করতে পারবে না। আমরা যা করার গত এক-দেড় মাসেই করে ফেলেছি। আমরা যা করেছি তার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে। আমরা সেগুলো মাঠে বাস্তবায়ন করতে পারলে আমার বিশ্বাস আমরা ভালো করবো।’ টি-২০তে র‌্যাংকিং বাড়ানোর কথা মাথায় রেখে এই মুহূর্তে খেলার পক্ষপাতি নন বাংলাদেশ অধিনায়কÑ ‘২০১৫ সালে আমাদের পেস আক্রমণ ভালো গিয়েছে। আমার বিশ্বাস ব্যাটসম্যানরাও আগের বছর খারাপ করেনি। টি-২০তে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, আমাদের র‌্যাংকিং নিয়ে নির্দিষ্ট একটি জায়গাতে ফোকাস করে এগিয়ে যাওয়া খুব কঠিন মনে হচ্ছে। তবে দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই আস্থা আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপে হাতুরুসিংহের টার্গেট ট্রফি
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ