Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীল দলের নিরঙ্কুশ জয়

ঢাবির ডিন নির্বাচন

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামী পন্থী শিক্ষকদের নীল দল ৯টিতে জয়লাভ করেছে। বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল জয়লাভ করেছে প্রার্থী একটিতে। বাম সমর্থিত গোলাপি দল একটিতেও জয়লাভ করেনি।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে ঢাবি সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কামাল উদ্দিন।
কলা অনুষদ থেকে ১৫৬ ভোট পেয়ে নীল দল থেকে ইতিহাস বিভাগের প্রফেসর আবু মো: দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ১৪৩ ভোট পেয়ে নীল দল  থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম নির্বাচিত হন।
বিজ্ঞান অনুষদ থেকে ৮২ ভোট পেয়ে নীল দল থেকে রসায়ন বিভাগের প্রফেসর মো: আব্দুল আজিজ নির্বাচিত হন। জীববিজ্ঞান অনুষদ থেকে ১২১ ভোট পেয়ে নীল দলের প্রার্থী উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন। ফার্মেসি অনুষদে ২৬ ভোট পেয়ে নীল দলের প্রার্থী ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর এস এম আব্দুর রহমান নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে বিজয়ী হয়েছেন সাদা দলের প্রার্থী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর মো: হাসানুজ্জামান।
চারুকলা অনুষদে ৪৩ ভোট পেয়ে নীল দলের প্রার্থী অঙ্কন ও চিত্রায়ন বিভাগের প্রফেসর নিসার হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নীল দলের ৩ ডিন প্রার্থী। তারা হলেনÑ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর এ এস এম মাকসুদ কামাল, আইন অনুষদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদে প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ