আসলামের পদত্যাগপত্র গৃহীত হয়নি
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
স্পোর্টস রিপোর্টার : একটা সময় ছিলো যখন প্রায় প্রতিদিনই সংবাদকর্মীদের খোরাক হতেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। কখনো গোলের পর গোল করার জন্য, আবার কখনোবা মাঠে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখানোর কারণে। সেটা অবশ্য ছিলো আসলামের খেলোয়াড়ি জীবনের সময়কার ঘটনা। তবে সংগঠক হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম তিনি মিডিয়ায় ঝড় তুললেন। গত শনিবার হঠাৎ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করলেন জাতীয় ফুটবল দলের সাবেক এই স্ট্রাইকার। কিন্তু তার পদত্যাগের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তা গ্রহণ করেনি বাফুফে। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, শেখ মোহাম্মদ আসলামের পদত্যাগপত্র গৃহীত হয়নি। তিনি বলেন, ‘আমরা আসলামের পদত্যাগপত্র গ্রহণ করিনি। উনাকে বলেছি, আপনি ঠাÐা মাথায় চিন্তা করে পুনরায় সিদ্ধান্ত নিন। বাংলাদেশ ফুটবলের বৃহত্তর স্বার্থে তাকে তার সিদ্ধান্ত বিবেচনা করার আহŸান জানিয়ে পদত্যাগপত্রটি ফিরিয়ে দিয়েছি আমরা।’ এ বিষয়ে জানতে আসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘আমি আমার পদত্যাগপত্র বাফুফে সাধারণ সম্পাদকের কাছে জমা দিয়ে এসেছি।’
যে প্রত্যাশা নিয়ে ২০০৮ সালে বাফুফের নির্বাহী কমিটির সদস্য হয়েছিলেন, তার ছিটোফোঁটাও পূরণ হয়নি, এমন কারণ দেখিয়েই পদত্যাগ করেন আসলাম। শনিবার পদত্যাগের পর আসলাম বলেন, ‘ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছি। দেশের ফুটবলটা মরে যাচ্ছে, অথচ সাবেক ফুটবলার হয়েও কিছুই করতে পারছি না। যেহেতু কিছু করতে পারছি না, তাই পদ আঁকড়ে রাখতে চাই না।’