Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় পাটগুদামে অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনার আড়ংঘাটা এলাকার খানজাহান আলী জুট ট্রেডিং নামের পাটগুদামে অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ২টা থেকে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। অগ্নিকা-ে ২০ লাখ টাকা মূল্যের মাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত জুট টেডিংয়ের মালিক শেখ সেলিম ও তার বাবা মো. আকতার হোসেনের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সুত্র জানান, বুধবার দুপুর ২টার দিকে হঠাৎ করে পাটগুদামে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা দেখা গেল। তাৎক্ষণিক খবর পেয়ে খুলনার বয়রা, টুটপাড়া ও দৌলতপুর ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে আগুন নেভানোর কাজে সহায়তা করছে। ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. লিয়াকত আলী জানান, আগুন গুদাম ছাড়াও বাতাসে পাশ্ববর্তী কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ৪/৫টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ