পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফরিদপুর জেলা সংবাদদাতা : পল্লী বিদ্যুতের শহরমুখী আগ্রাসন প্রতিরোধের দাবি জানিয়েছে ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ফরিদপুরের কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ওজোপাডিকোর ডিপ্লোমা এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম মিন্টু। লিখিত বক্তব্যে তিনি পল্লী বিদ্যুৎকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বলেন, পল্লী বিদ্যুৎকে রুখতে না পারলে প্রধানমন্ত্রীর রুপকল্প-২০২১ অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হবে। এ সময় ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প:ও:স:) মো. আমজাদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী সুবল চন্ত্র কর্মকার ও মো. মুরশীদ আলম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।