Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্মেন্টস শ্রমিক নেতাদের মুক্তি দাবি

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : গার্মেন্টস শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে সমাবেশে গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাটাই-নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে গার্মেন্টস শ্রমিকরা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পে-কমিশন ঘোষণা, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল। শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ না করে শ্রমিক অসন্তোষ নিরসনের চেষ্টা না করে, শ্রমিক নেতাদের গ্রেফতার, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করা হয়। এ ছাড়া হয়রানি, ছাঁটাই, নির্যাতন করে আন্দোলন দমন ও শ্রমিকদের মজুরির দাবিকে আড়াল করার যে কৌশল নেয়া হয়েছে, তারও নিন্দা জানানো হয়। শ্রমিক নেতারা প্রশ্ন রেখে বলেন, শিল্প বিরোধ ও মজুরির দাবি যদি ফৌজদারি অপরাধ হয়, তাহলে শ্রম আইনের দরকার কী? শ্রমিক নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলাসহ সাত-আটটি মামলা দায়ের করে, ১৫-২০ দিন রিমান্ডে নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, নির্যাতন করে ও ভয় দেখিয়ে শ্রমিকদের ক্ষুধার আগুন নিভানো যাবে না। সৌমিত্র কুমার, আহমেদ জীবন, শামীম খানসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, পুলিশের হস্তক্ষেপ বন্ধ করে সামাজিক আলোচনার মাধ্যমে শিল্পবিরোধ নিষ্পত্তি করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম- াহ্বায়ক নাঈমুল আহসান জুয়েল, গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ