সাতক্ষীরা জামায়াতের প্রচার সম্পাদকসহ আটক দুই
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : নাশকতা পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমানসহ জামায়াতের দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ২টার দিকে শহরের মুন্সীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনÑ জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান ও জামায়াত কর্মী ওলিউর রহমান।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করার সময় শহরের মুন্সীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।