Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় সমুদ্র তীরে পড়ে আছে মৃত কাছিম

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : নান্দনিক সৌন্দর্য্যরে লীলাভূমি উখিয়ার ইনানী সমুদ্র উপকূলে হোটেল রয়েল টিউলিপের সামনে সাগর থেকে ভেসে আসা বিরল প্রজাতির কয়েকটি মৃত কাছিম কয়েকদিন ধরে পড়ে আছে। মৃত কাছিমের দুর্গন্ধে এলাকায় ঘুরতে আসা দেশী-বিদেশী পর্যটকদের রীতিমতো বিভ্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। নয়নাভিরাম বীচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষিত হয়ে পড়েছে। কাছিমের দুর্গন্ধে এলাকার পরিবেশ ভারী হয়ে আসলেও সংশ্লিষ্টদের কোন নজরে আসেনি। সরজমিন পরিদর্শনে দেখা যায়, উখিয়ার উপকূলীয় এলাকা ইনানী বীচে হোটেল রয়েল টিউলিপ এর সামনে ৪/৫টিরও অধিক বিরল প্রজাতির মৃত কাছিম পড়ে থাকতে দেখা গেছে। মৃত কাছিমগুলোকে কুকুর টেনে হেঁচড়ে খাচ্ছে। ফলে মৃত কাছিমের পচা দুর্গন্ধ চতুর্দিক ছড়িয়ে পড়ায় সাগর পাড়ে বেড়াতে আসা দেশী-বিদেশী পর্যটকদের বিভ্রতকর পরিস্থিতির শিকার হতে দেখা গেছে। খোঁজ-খবর নিয়ে জানা যায়, সাগরের কাছিম সংরক্ষণের জন্য অস্ট্রেলিয়ান একটি দাতা সংস্থা মেরিন লাইফ নামের একটি সংগঠনকে দেখভাল এর জন্য দায়িত্ব দিয়ে থাকলেও কাছিম মারা যাওয়ার বিষয় নিয়ে তাদের কোন খবর নেই। তবে কী কারণে কাছিমগুলো মারা গেছে তা জানা যায়নি। বরিশাল থেকে বেড়াতে আসা মোঃ রানা নামের এক পর্যটক অভিযোগ করে বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত স্বপরিবার বেড়াতে আসায় দীর্ঘ ৫ দিন ধরে রয়েল টিউলিপে রয়েছি। কিন্তু সকালে সমুদ্র উপভোগ করার জন্য বের হলে মৃত কাছিমের দুর্গন্ধে বীচে নামতে পারছি না। স্থানীয় বীচ কর্মী বেলাল বলেন, যথাযথ কর্তৃপক্ষের অবহেলার কারণে কাছিমগুলো মারা যাওয়ার পরেও এখনও পর্যন্ত সরানোর উদ্যোগ নেয়া  হয়নি। এভাবে সাগর তীরে মৃত কাছিমগুলো পড়ে থাকলে পর্যটকেরা সাগর পাড়ে ঘুরতে আসা থেকে বিমুখ হওয়ার সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ