Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণফোনের বান্ডেল অফার নিয়ে নতুন ডিভাইস বাজারে আনলো অপ্পো

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার  : বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সাথে নতুন মডেলের (এফ১এস ও এ৩৩এফ) দুটি স্মার্টফোন ডিভাইস বাজারে এনেছে অপ্পো। সম্প্রতি জিপি হাউজে গ্রামীণফোনের বান্ডেল অফারসহ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় স্মার্টফোন দুটি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, অপ্পো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ই হাইজুন নেভি ই, মার্কেটিং ম্যানেজার লি জেপেং ব্রুস লী ও মার্কেটিং অপারেশন বিভাগের প্রধান আহমেদ ইফতেখার সানি, গ্রামীণফোনের আইওটি, এমফোরডি ও ডিভাইস বিভাগের প্রধান রাভিন্দার পারাসার, ডিভাইস বিভাগের প্রধান সরদার শওকতসহ গ্রামীণফোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, বাংলাদেশী ক্রেতাদের মধ্যে অপ্পোর গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণফোন চেষ্টা করে গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসছে আর এরই ধারাবাহিকতায় অপ্পো ডিভাইসের সঙ্গে আকর্ষণীয় বান্ডেল অফার দেয়া হচ্ছে। স্মার্টফোন ও ইন্টারনেট জনসাধারণের সাধ্যের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এটি একটি কার্যকর পদক্ষেপ। অপ্পো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক নেভি ই বলেন, “বাজারে বিদ্যমান আমাদের ডিভাইসগুলোর সঙ্গে নতুন দুটি ডিভাইস বাড়তি আকর্ষণ তৈরি করবে। সাধ্যের মধ্যে থেকে ডিভাইসের মূল্য বিবেচনায় অপ্পো পণ্যের মানের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। ফোনের চেহারা এবং কার্যক্ষমতার মধ্যে নিখুঁত সামঞ্জস্যর প্রত্যক্ষ প্রমাণ এই নতুন ডিভাইস দুটি। আমরা আশা করবো যে বাংলাদেশের গ্রাহকরা ফোনগুলো পছন্দ করবেন”। অনুষ্ঠানে জানানো হয়, অপ্পো এফ১এস ও এ৩৩এফ ডিভাইসের সঙ্গে পাওয়া যাবে বিনামূল্যে গ্রামীণফোনের ১জিবি ইন্টারনেট ডাটা। এছাড়া গ্রামীণফোন গ্রাহকরা মাত্র ৪২৭ টাকা দিয়ে ২.৫জিবি ডাটা কিনতে পারবেন যার সঙ্গে বাড়তি আরো ২.৫জিবি ডাটা ৭ দিনের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে। একজন গ্রাহক একটি সিম থেকে এ সুবিধা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ৬বার উপভোগ করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ