দুপচাঁচিয়ায় মাদ্রাসা সুপার হাফেজ আব্দুর রশিদের ইন্তেকাল
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার মাদ্রাসার সুপার হাফেজ আলহাজ আব্দুর রশিদ গত শনিবার দিবাগত রাত ১১ টায় বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হৃৎযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। দুপচাঁচিয়া উপজেলা সদরের পশ্চিম আলোহালী গ্রামে আলী মÐলের পুত্র আলোহালী দাখিল মাদ্রাসার সুপার হজ এজেন্সী মেসার্স সালমা এন্টারপ্রাইজ এর স্বত্বাধীকারী হাফেজ আলহাজ আব্দুর রশিদ মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ২ মেয়ে সহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সদালাপী মিষ্টভাষী অজাত শত্রæর অধিকারী হাফেজ আলহাজ আব্দুর রশিদের মৃত্যুর সংবাদ পরের দিন এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ও তার এজেন্সীর মাধ্যমে হজ ব্রত পালনকারী হাজী, উপজেলা পরিষদের তার বাসভবনে তাকে শেষ বারের জন্য দেখার জন্য ভিড় করেন। গতকাল রোববার বেলা ১১ টায় দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ্ মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ এই জানাজায় অংশগ্রহণ করে। পরে তার কর্মস্থল আলোহালী মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।