Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে নৈশ্য কোচে ডাকাতি, আহত ১০, দুই নারীকে শ্লীলতাহানীর চেষ্টা

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পুলিশ বলছে এ ধরনের কোন ঘটনা ঘটেনি
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে একটি নৈশ্য কোচ ছিনতাই করে ডাকাতরা। চালক, তার সহকারী ও সুপারভাইজারকে মারধর করে বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে তাদের সিটের সাথে বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নিয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছে অন্তত ১০ জন। ডাকাতরা দুই নারী যাত্রীকেও শ্লীলতাহানীর চেষ্টা করেছে।
বুধবার ভোরে পথচারীরা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের শিমুলতলা এলাকায় বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
তবে পুলিশ বলছে, সাভারে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি, এমনকি তারা শুনেনওনি।
মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল (বুধবার) ভোর পর্যন্ত সায়েম স্পেশাল রজনীগন্ধা (রাজ মেট্রো-ব-১১-০১০২) নামের ওই নৈশ কোচে এ ডাকাতির ঘটনা ঘটেছে। বাসটি ঢাকা-রাজশাহী-চাঁপাই রোডে চলাচল করে।
কোচের চালক নবিরুল ইসলাম জানান, রাতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার গাবতলী এলাকায় আসি। পরে বাস যাত্রীদের বিভিন্ন স্থানে নামিয়ে দিয়ে খালি কোচটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে রাখি যে, সকালে (বুধবার) রাজশাহীর উদ্দেশে রওনা দিব।
তিনি বলেন, রাত আনুমানিক ১২টার দিকে ৮/১০ জন ডাকাত বাসে উঠে প্রথমে আমাকে (চালক) ও পরে সুপার ভাইজার কামাল ও সহকারী ফরিদকে বাসের সিটের সঙ্গে লুঙ্গি ছিড়ে হাত-পা ও মুখ বেঁধে রাখে ও মারধর করে।
পরে ডাকাতরা কোচ ছিনতাই করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তাদের মধ্য থেকে একজন বাসটি চালিয়ে গাবতলী দিয়ে বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে যাত্রী তুলে বিমানবন্দর ঘুরে আশুলিয়া-নবীনগর হয়ে সাভারের দিকে আসার পথে অন্তত দুই নারীসহ ১০/১২ জনকে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা ও মুখ বেঁধে নগদ টাকা মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
শ্লীলতাহানীর চেষ্টা করে দুই নারী যাত্রীকেও। পরে ডাকাতরা বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের শিমুলতলা এলাকায় রেখে পালিয়ে যায়।
গতকাল সকালে যাত্রীদের গোঙ্গানীর শব্দ শুনে পথচারীরা বেঁধে রাখা বাস যাত্রীদের উদ্ধার করে। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে আহত যাত্রীরা।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আমজাদুল হক জানান, বাসে ডাকাতদের হামলায় আহত এক যাত্রী তাদের এখানে চিকিৎসা নিয়েছে। তার নাম নুর হোসেন ফারুক।
তবে শিমুলতলা এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী কাজী মোস্তফা জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি রক্তাক্ত জখম অবস্থায় নুর হোসেন ফারুককে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
তিনি বলেন, দায়িত্বরত চিকিৎসক মাথায় সেলাইয়ের জন্য শুতা কিনে আনতে বলে তখন আমার কাছে টাকা না থাকায় হাসপাতালের সামনে এসবি ফামেসীতে আমার মুঠফোন বন্ধক রেখে ২২০ টাকার সুতা কিনেদিলে চিকিৎসক মাথার ক্ষত স্থান সেলাই করে ছেড়ে দেন।
তিনি আরো বলেন, পরে বাসায় গিয়ে টাকা এনে এক বন্ধুকে পাঠিয়ে ফোনটি ছুটিয়ে নেই।
আহত নুর হোসেন তাকে জানিয়েছে, বাসে দুইজন নারীও ছিল তাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে।
তবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, সাভারে বাসে ডাকাতি, কিংবা হামলার কোন ঘটনাই ঘটেনি। এমনকি এধরনের কোন খবর তিনি শুনেননিও।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:৪১ পিএম says : 0
    এটা পুলিশের একটা দায়িত্বজ্ঞানহীনের পরিচয় ছাড়া আর কিছু নয়। যেখানে প্রত্যক্ষদর্শি এমন কি হাসপাতালের ডাক্তারের কথা অনুযায়ী প্রমানিত যে এ ধরনের ঘটনা ঘটেছে সেখানে পুলিশ কিছুই জানে না এটা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি পুলিশের এই খামখেয়ালির কৈফিয়ত দেতে হবে প্রয়োজনে ওসিরও শাস্তির ব্যবস্থা করতে হবে। এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর আইন শৃঙ্খলা বাহিনীর কোন খবর নেই এটা মানা যায় না। পুলিশের এ ধরনের ঘাফলতির কারনেই অপরাধ দিন দিন বেড়েই চলেছে। তাই আমি স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের দৃষ্টি আকর্ষন করে বলছি এখনও সময় আছে থানার নিয়ন্ত্রণাধীন পুলিশদেরকে কঠিন হাতে ধরুন দেখবেন সন্ত্রাসসহ সকল প্রকার কুকর্ম বন্ধ হয়ে গেছে। নয়ত দেশ যেভাবে সন্ত্রাস, হত্যা, গুমসহ বিভিন্ন অপরাধের মধ্য দিয়ে আতিবাহিত হচ্ছে সেভাবে চলতে থাকবে বরং সেটা আরো বৃদ্ধি পেয়ে দেশকে রসাতলে নিয়ে যাবে এতে কোন সন্দেহ নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ