Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ উচিত হয়নি : বাণিজ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পাটপণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক (অতিরিক্ত শুল্ক) আরোপ করা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে ভারতের উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের মতো একটি ভ্রাতৃপ্রতিম দেশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের সাথে, যারা আমাদের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছে, সাহায্য করেছে, অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু অ্যান্টিডাম্পিং করা ভারতের উচিত হয়নি।
তিনি বলেন, ভারত আমাদের তামাক ও মদ ছাড়া সবকিছু শুল্কমুক্তভাবে দিয়েছে। সেখানেও ভারতে আমাদের রফতানি করতে কষ্ট হয়, কারণ তাদের কাউন্টার ভেইলিং ডিউটি আছে ১২ দশমিক ৫ শতাংশ। একদিক থেকে ডিউটি ফ্রি দিলো আরেক দিক দিয়ে কাউন্টার ভ্যালুইং ডিউটি লাগিয়ে দিলো। তাই প্রকৃতপক্ষে এটি ডিউটি ফ্রি নয়। মন্ত্রী বলেন, যদিও এ মুহূর্তে ভারতে আমাদের রফতানি প্রবৃদ্ধি ২৯ শতাংশ। প্রতি বছরই আমাদের রফতানি বাড়ছে। আমরা তো অনেক কিছুতে ভারতের ওপর নির্ভরশীল। তাদের রফতানি ৬ বিলিয়ন ডলারের মতো আর আমাদের রফতানি এখন এক বিলিয়নে পৌঁছায়নি, ৬০০ মিলিয়নের কাছাকাছি। সেখানে আমাদের পাটপণ্য রফতানি হয়। এর ওপর অ্যান্টিডাম্পিং করা ঠিক হয়নি। আমরা অনেকবার টিম পাঠিয়েছি, আমরা আবার পাঠাব।
ভারতের সঙ্গে রেষারেষিতে যেতে চান না জানিয়ে তোফায়েল বলেন, এখন প্রশ্ন এসেছে বাংলাদেশেও তো তারা অনেক পণ্য রফতানি করে, আমরা যদি সেগুলোর ওপর অ্যান্টিডাম্পিং আরোপ করি তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো হলো না। আমরা এটা করতে চাই না। আবার প্রশ্ন উঠেছে আমরা ভারতে যে কাঁচাপাট রফতানি করি, সেটা বন্ধ করে দেন। অ্যান্টিডাম্পিং বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী ২৬ জানুয়ারি ভারতে যাচ্ছেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
ডিসিসিআইয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আবুল কাসেম খান। সভায় ব্যবসায়ী সংগঠনটির নেতৃবৃন্দ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ