পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরীহ মানুষের জমি জোরপূর্বক জবর-দখল করে বালু ভরাট ও সরকারি একোয়ারভুক্ত জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দু’গ্রুপের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চরচনপাড়া ও পূর্বগ্রাম এলাকায় সিটি গ্রুপের প্রজেক্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষা চরচনপাড়া ও পূর্বগ্রাম এলাকায় স্থানীয় কৃষকদের কয়েক শতাধিক বিঘা কৃষি জমি রয়েছে। ওই এলাকায় জমি ক্রয় বালু ভরাট কাজ অব্যাহত রাখে সিটি গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান।
স্থানীয় নিরীহ শতাধিক কৃষকের জমি না কিনে জবর-দখল করে বালু ভরাট ও কালীগঞ্জ-চনপাড়া সড়কের পাশের একোয়ারভুক্ত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চালাচ্ছে সিটি গ্রুপের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল থেকেই স্থানীয় এলাকাবাসী সীমানা প্রাচীর নির্মাণ ও বালু ভরাটে বাধা দিয়ে আসছে।
এর প্রতিবাদে দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী, ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি ও হেলালের নেতৃত্বে শত শত এলাকাবাসী লাঠিসোটা, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও পূর্বগ্রাম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। অপরদিকে, সিটি গ্রুপের পক্ষ হয়ে কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু ও শমসেরের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। লোকজন ছুটাছুটি করতে শুরু করেন। বিপুল পরিমাণ পুলিশ সদস্য উভয় বিক্ষোভ মিছিলে বাধা দিয়ে থামানোর চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভকারীরা চনপাড়া-কালীগঞ্জ সড়কে অবস্থান নেয়ায় সড়কের উভয় দিকের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।