পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষামন্ত্রীর পরামর্শ চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে অষ্টম শ্রেণিতে উন্নীত করতে মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পরামর্শ চাওয়া হয়েছে। একইসাথে এ বিষয়ে করণীয় বিষয়গুলোও সেখানে উল্লেখ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান জানান, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এখনও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। শিক্ষানীতির আলোকে এই তিন শ্রেণি শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে হস্তান্তর করলেই ভালো হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গণশিক্ষা মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করতে প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা পাঠাতে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে বলেছি।
শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া প্রাথমিক মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে প্রাথমিক শিক্ষা স্তর প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাস্তবায়নের স্বার্থে এ সংক্রান্ত সকল ধারার শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৮ মে’র সভার সিদ্ধান্ত মোতাবেক প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো আবশ্যক। অন্যথায় ২০১৮ সালের মধ্যে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করা দুষ্কর হবে। শিক্ষাবিদদের উপস্থিতিতে গত ১৮ মে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে তা গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্তের চূড়ান্ত সিদ্ধান্ত দিলেও নানা জটিলনায় এখনও বাস্তবায়ন হয়নি। প্রাথমিক স্তর সম্প্রসারণে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধারার শিক্ষা কার্যক্রম পরিচালনা, প্রশাসন ও সার্বিক ব্যবস্থাপনা গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারিচালনা করতে পর্যায়ক্রমে যে সব কাজ করতে হবে চিঠিতে সেগুলো উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি। প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন, ১৯৯০ সংশোধন এবং অষ্টম শ্রেণি বাস্তবায়নের লক্ষ্যে ব্যানবেইসের মাধ্যমে স্কুল ম্যাপিং। ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধা সংক্রান্ত চাহিদা নিরূপণ করে প্রাথমিক স্তরের শিক্ষাক্রম সংশোধন। পাঠ্যপুস্তক প্রণয়ন ও উৎপাদন এবং পরীক্ষা ব্যবস্থা ও শিক্ষক প্রশিক্ষণ সংস্কার। শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত শিক্ষাক্রম সংশোধন ও বাস্তবায়ন। শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন ও শিক্ষক নিয়োগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি সমন্বিতকরণ। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষকদের বেতন-ভাতাদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেটে অন্তর্ভুক্তকরণ। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ ও বাস্তবায়ন। প্রাথমিক স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অ্যালোকেশন অব বিজনেস সংশোধন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।