Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

২৫ সিনিয়র সহকারী পুলিশ সুপারের পদোন্নতি

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের ২৫ জন সিনিয়র সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেনÑ খুলনা আরআরএফের ইমাম মোহাম্মদ শাদিদ, ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের  (সিআইডি) মো. রেজাউল করিম, ঢাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দফতরের মো. জাহেদ পারভেজ চৌধুরী, খাগড়াছড়ি ষষ্ঠ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তাহসিন মাসরুফ হোসেন মাসফি, ঢাকা মহানগর পুলিশের মো. আমিনুল ইসলাম, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সুদীপ্ত রায়, ঢাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) মো. দেলোয়ার হোসেন, রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিসের সোহেল আহমেদ, ঢাকা মহানগর পুলিশের রহমত উলাহ চৌধুরী, খুলনা এ সার্কেলের মোহাম্মদ বদিউজ্জামান, ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. তারেক জুবায়ের, ভোলা সদর সার্কেলের মো. মামুন অর রশীদ, চট্টগ্রাম মহানগর পুলিশের মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর পুলিশের মো. আফজাল হোসেন, হাইওয়ে পুলিশের সুপার শৈলেন চাকমা, ঢাকা মহানগর পুলিশের মো. আবু ইউছুফ, বগুড়ার গাবতলী সার্কেলের মো. গাজিউর রহমান, নারায়ণগঞ্জ সদর সার্কেলের লিমন রায়, ঢাকা মহানগর পুলিশের লিপি সাহা, ঢাকা বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়নের ফাহমিদা হক শেলী, শেরপুর সদর সার্কেলের আবদুল্লাহ বিন কালাম, ঢাকা মহানগর পুলিশের নুসরাত জাহান মুক্তা এবং ঢাকা পুলিশের বিশেষ শাখার ইভানা পারভীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ