Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিকা ভাইরাস এবার দক্ষিণ আফ্রিকায়

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্য-দক্ষিণ আমেরিকায় মহামারী আকার ধারণ করা মশাবাহিত জিকা ভাইরাস এবার দক্ষিণ আফ্রিকায়ও ঢুকে পড়লো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার প্রথম জিকা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। জোহান্সবার্গের একটি বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষায় তার দেহে জিকা ধরা পড়েছে। কলম্বিয়ান ওই ব্যবসায়ী সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোনো দেশ ভ্রমণ করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। তবে কোন দেশ ভ্রমণ করেছেন তিনি, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। রোগীর রক্তের নমুনা দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ (এনআইসিডি)-এ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। ব্রাজিল, হন্ডুরাসসহ বেশ কয়েকটি দেশে মহামারী আকার ধারণ করা জিকা ভাইরাস অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিকা ভাইরাস এবার দক্ষিণ আফ্রিকায়
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ