৪৩ বছর পর কারামুক্তি
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
ইনকিলাব ডেস্ক : জীবন থেকে চলে গেছে ৪৩ বছর। কারাগারে দীর্ঘ ৪৩ বছর কাটানোর পর অবশেষে মুক্তিলাভ করেছেন আলবের্ট উডফক্স নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ইতিহাসে আলবের্টই সবচেয়ে বেশি সময় ধরে কারাগারে থাকার রেকর্ড গড়েছেন। ‘এংগোলা থ্রি’ নামে দাঙ্গাকারী দলগুলোর মধ্যে সর্বশেষ দলের সদস্য ছিলেন উডফক্স। একজন কারারক্ষীকে হত্যার অভিযোগে প্রথম তাকে ১৯৭২ সালে কারাগারে ঢুকতে হয়। তারপর সেখানেই কেটে যায় ৪৩ বছর। রাষ্ট্রীয় প্রসিকিউটদের সাথে মধস্থতার পর অবশেষে তাকে মুক্তি দেয়া হলো। দুই দশক ধরে চলতে থাকা হত্যা মামলায় আইনি লড়াইয়ের পর আদালত তাকে রেহাই ঘোষণা করে। বিবিসি।