Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরদোগানের ক্ষমতা বাড়াতে তুর্কি পার্লামেন্টের প্রাথমিক অনুমোদন

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের পার্লামেন্ট নতুন সংবিধানের আওতায় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ক্ষমতা বাড়ানো সংক্রান্ত নতুন সংবিধানের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এ সপ্তাহের শেষের দিকে দেশটিতে এ ব্যাপারে দ্বিতীয় দফার ভোট হবে এবং অনুমোদিত হওয়ার পর গণভোট অনুষ্ঠিত হবে। সমালোচকদের দাবি, এরদোগানের ক্ষমতা আরো পোক্ত করতেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে প্রেসিডেন্ট বলছেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পরিবর্তনের সাথে মিল রেখেই এই পরিবর্তন করা হবে। নতুন এ সংবিধানের আওতায় মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রাখা হবে। এ ছাড়া এ সংবিধানের আওতায় তুরস্কের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ রহিত করা হবে। এ পদের পরিবর্তে সেখানে কমপক্ষে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন। এ বিলের চূড়ান্ত অধ্যায় রোববার রাতে পাস হয়। ক্ষমতাসিন একে পার্টি (একেপি) এ ক্ষেত্রে প্রয়োজনীয় তিন-পঞ্চমাংশ ভোট পায়। সূত্র : এএফপি




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ