ইউক্রেন সংঘাতে ৫ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনের যুদ্ধে অন্তত ২ লাখ ১৫ হাজার শিশু স্বদেশেই বাস্তুহারা হয়েছে; যুদ্ধের বিভীষিকায় মানসিকভাবে পীড়িত আরো অনেক শিশু। ইউনিসেফ এদের সাহায্য করার জন্য অবাধ প্রবেশাধিকার চায়। সরকারের নিয়ন্ত্রিত নয় এবং রণাঙ্গণের নিকটবর্তী এলাকাসমূহের ৫ লাখ ৮০ হাজার শিশু ইউক্রেন সংঘাতের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের ক্রেমলিন-সমর্থিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ-এর বিরুদ্ধে ২০১৪ সালের গণতন্ত্র আন্দোলনের পর পূর্ব ইউক্রেনে যে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু হয়, তার ফলশ্রুতি স্বরূপ প্রায় ২ লাখ ১৫ হাজার শিশু গৃহহারা হয়েছে, বলে জানিয়েছে ইউনিসেফ। দু’বছর ধরে সহিংসতা, গোলাবর্ষণ আর আতঙ্ক পূর্ব ইউক্রেনের হাজার হাজার শিশুর মনে অনপনেয় ছাপ রেখে গেছে, বলেছেন ইউক্রেনে ইউনিসেফ-এর প্রতিনিধি জোভান্না বারবেরিস। যত এই সংঘাত চলবে, ততই আমাদের এই সব শিশুদের কাছে পৌঁছানো জরুরি হয়ে পড়বে, যাতে আমরা তাদের শারীরিক ও মানসিক সুবিধা-অসুবিধার দেখাশোনা করতে পারি, বলেন তিনি। ইউনিসেফ-এর রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে পূর্ব ইউক্রেনের সংঘাতে অন্তত ২০ জন শিশু নিহত ও আরো ৪০ জন শিশু নিহত হয়েছে। এছাড়া মাইন ও অবিস্ফোরিত গোলাগুলি ফেটে ২৮ জন শিশু নিহত হয়েছে। ইউনিসেফ ইউক্রেন সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি পীড়িত শিশুদের সাহায্যের জন্য নিরাপদ গতিবিধি ও মানবিক ত্রাণ পৌঁছনোর অবাধ প্রবেশাধিকার দানের আহ্বান জানাচ্ছে, বলেছেন বারবেরিস। ডিডব্লিউ।