Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

৫ হাজার আইএস অবাধে ঘুরে বেড়াচ্ছে ইউরোপে- ইইউ পুলিশপ্রধান

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের পুলিশ প্রধান জানিয়েছেন ৫ হাজারেরও বেশি প্রশিক্ষণ প্রাপ্ত আইএস সদস্য ইউরোপে অবাধে বিচরণ করছে। ইউরোপোলের ব্রিটিশ প্রধান রব ওয়েনরাইট বলেন, ৩-৫ হাজার ইউরোপিয়ান নাগরিক মধ্যপ্রাচ্যে আইএসের প্রশিক্ষণ শেষে ইউরোপে ফিরে এসেছেন। তিনি আরো বলেন, গত ১০ বছরের মধ্যে বর্তমানে ইউরোপ সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঝুঁকির মুখে রয়েছে। তিনি বলেন, আমরা মনে করছি আইএস ইউরোপের যে কোনো জায়গায় বড় ধরনের প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা করছে। এদিকে, শরণার্থীদের সঙ্গে মিশে সন্ত্রাসীরা ইউরোপে ঢুকে পড়ছে এমন আশঙ্কা সত্যি নয় বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন, শরণার্থীর ছদ্মবেশে সন্ত্রাসীরা ইউরোপে প্রবেশ করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি যেসময় এই মন্তব্য করেছেন তার পরপরই প্যারিস হামলায় জড়িত সন্দেহে অস্ট্রিয়ায় ২ জন সন্দেহভাজনকে আটক করার খবর পাওয়া গিয়েছে। সূত্র : টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫ হাজার আইএস অবাধে ঘুরে বেড়াচ্ছে ইউরোপে- ইইউ পুলিশপ্রধান
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ