Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীরে সেনা কনভয়ে হামলা, ৪ জন নিহত

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মিরে শ্রীনগরের কাছে শনিবার হামলায় ৩ পুলিশসহ ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। খবরে বলা হয়, ৩ হামলাকারীর মধ্যে দু’জন শেষ খবর পাওয়া পর্যন্ত সরকারি একটি ভবনের ভেতর থেকে সরকারি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চালিয়ে যাচ্ছিলো। সিনিয়র একজন কর্মকর্তা জানান, অফিস ভবনটিতে ৬০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছিলো। তবে সন্ত্রসীরা কাউকে জিম্মি করেনি বলে তিনি উল্লেখ করেন। পুলিশ জানিয়েছে, শ্রীনগর-জম্মু মহাসড়কে সিআরপিএফএর একটি কনভয়ে হামলা চালানোর পর হামলাকারীরা ওই ভবনটিতে ঢুকে পড়লে ১২০ জন কর্মচারী ও প্রশিক্ষণার্থী আটকা পড়ে যায়। মহাসড়কের সেম্পোরায় বিকেল সাড়ে তিনটার দিকে কনভয়ের ওপর হামলা চালানো হয় বলে জানান সিআরপিএফএর মুখপাত্র বিকাশ চৌধুরী। তবে সেখান থেকে ইডিআই ভবনে আসা হামলাকারী কতোজন ছিল তা তিনি বলতে পারেননি। তিনি বলেন, ভবনের ভেতরে সাধারণ মানুষ রয়েছে। তাদের বের করে আনাই প্রথমত মুখ্য কাজ। স্থানীয় পুলিশ সুপার মাহমুদ ইরশাদ জানান, পুলিশ আটকেপড়া সাধারণ লোকজনকে নিরাপদে বের করে আনার চেষ্টা করছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীরে সেনা কনভয়ে হামলা
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ